ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

টিএসসির নকশা পরিবর্তনে ঢাবির পরামর্শ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
টিএসসির নকশা পরিবর্তনে ঢাবির পরামর্শ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সংস্কার নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের এ সভা অনুষ্ঠিত হয়।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদারসহ স্থাপত্য বিষয়ক কর্মকর্তারা অংশ নেয়।

অপরদিকে, গণপূর্তের অতিরিক্ত প্রকৌশলীসহ একটি টিম অংশ নেয়। সভাসূত্রে জানা গেছে, গণপূর্তের কর্মকর্তারা টিএসসির একটি নতুন নকশা উপস্থাপন করেন। যেখানে পুরো টিএসসিকে নতুনভাবে গড়ার পরিকল্পনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি বাদ দিয়ে নতুনভাবে বর্তমান টিএসসিকে সংস্কারের কথা বলে। কিছু অংশ থাকবে, আর কিছু অংশ বাদ যাবে।

এবিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, টিএসসি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের মতামত দেওয়া হয়েছে। তারা সেভাবে নকশা প্রণয়ন করবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।