ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের ব্যবহারের জন্য বিভাগীয় সেমিনার লাইব্রেরিতে একশ’ বই উপহার দিয়েছেন।
রোববার (৩ জানুয়ারি) এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ বই উপহার দেওয়া হয়।
আধুনিক ভাষা ইনস্টিটিউটের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. রূপা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ছাত্র-শিক্ষককেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে।
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের প্রাক্কালে অধ্যাপক ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান নিজ বিভাগের সেমিনার লাইব্রেরিতে একশ’ বই দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে।
এরকম উদ্যোগের জন্য তিনি অধ্যাপক ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং বইগুলোর যথাযথ ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এসকেবি/এফএম