ঢাকা বিশ্ববিদ্যালয়: র্যালি, সমাবেশসহ নানা আয়োজনে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবিব শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি শিরীন আখতার এমপি, জাসদের সহ-সভাপতি ও ডাকসুর সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক নুরুল আক্তার, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান মুক্তাদির, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহসীন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান চুন্নু, ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল কবির স্বপন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান ননী প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ, স্বাধীনতা ও ছাত্রলীগ— এ তিনটি শব্দ অবিচ্ছেদ্য। বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম মহান মুক্তিযুদ্ধ, স্বাধীন দেশে সামরিক-বেসামরিক স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, সমাজপ্রগতির বিপ্লবী আন্দোলনসহ সব গণতান্ত্রিক ও জাতীয় সংগ্রামের উত্তরাধিকার বাংলাদেশ ছাত্রলীগ।
তারা ছাত্রলীগের সংগ্রামী গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে ছাত্রলীগের বর্তমান প্রজন্মের নেতাকর্মীদের ছাত্র সমাজের অধিকার ও সুন্দর ভবিষ্যত নিশ্চয়তা আদায় এবং সমাজ বদলের সংগ্রামের আদর্শবাদী নির্ভিক সৈনিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভার পর ব্যানার, ফেস্টুন, জাতীয় পাতাকা, দলীয় পতাকা ও লাল পতাকা সুসজ্জিত বর্ণাঢ্য একটি র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এসকেবি/এফএম