ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পরীক্ষার সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর ছেড়েছে কলা অনুষদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
পরীক্ষার সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর ছেড়েছে কলা অনুষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়: করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত না হওয়া পরীক্ষাগুলোর বিষয়ে শিক্ষার্থীদের মতামতের ওপর ছেড়ে দিয়েছে কলা অনুষদের বিভিন্ন বিভাগ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) কলা অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের একটি সভা অনুষ্ঠিত হয়।

সভার একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, সভায় বিভিন্ন বিভাগের পরীক্ষা নিয়ে আলোচনা করা হয়। ৪০ নম্বরের মিডটার্ম অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর ৬০ নম্বরের কোর্স ফাইনাল শিক্ষার্থীরা অংশগ্রহণে রাজি হলে নেওয়ার সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্টরা বাংলানিউজকে জানান, অধিকাংশ বিভাগ শিক্ষার্থীদের মতামত আমলে নিয়ে (হল বন্ধ রেখে পরীক্ষা গ্রহণ না করা) পরীক্ষা স্থগিত রাখার পক্ষে সিদ্ধান্ত নেয়। তবে পরবর্তী ডিন কমিটির সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, আমি এ বিষয়ে অফিসিয়ালি কোনো চিঠি পাইনি।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এসেকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।