শাবিপ্রবি (সিলেট): স্বাস্থ্যবিধি অনুসরণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) করোনা ভাইরাসে আটকে থাকা স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে।
রবিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে এ পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করার জন্য সন্তোষ প্রকাশ করেন উপাচার্য। এতে শিক্ষকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান ও একই বিভাগের অধ্যাপক ড. আসিফ ইকবাল।
গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৬৩তম একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
আরআইএস