ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পরীক্ষা ছাড়া এইচএসসির ফলাফল প্রকাশে রাষ্ট্রপতির সম্মতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
পরীক্ষা ছাড়া এইচএসসির ফলাফল প্রকাশে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকা: জাতীয় সংসদে পাস হওয়া পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশের বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (২৫ জানুয়ারি) রাতে সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এরআগে, রোববার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে এ বিল পাস হয়। রাষ্ট্রপতির সম্মতির পর পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের ফল প্রকাশে বাধা থকলো না।

>>>এবছর পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদের একাদশ (২০২১ খ্রিস্টাব্দের ১ম) অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত নিম্নলিখিত ৩টি (তিন) বিলে আজ ২৫-০১-২০২১ খ্রিস্টাব্দে তার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন:

১। Intermediate and Secondary Education (Amendment) Bill, 2021
২। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১
৩। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এসকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।