ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের যাত্রা শুরু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের যাত্রা শুরু শামীম খান, জহিরুল ইসলাম খান

ইবি: ঢাকার মোহাম্মদপুরের অবস্থিত ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে (ইআবি) বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত আটটার দিকে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মালেক স্বাক্ষরিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রমের অনুমোদন দেয়া হয়।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন বিভাগের শাখা কর্মকর্তা মো. শামীম হোসেন খানকে সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের আরবী প্রভাষক মো. জহিরুল ইসলাম খানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

কমিটির অনুমোদন শেষে দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মালেকর বাসায় উপস্থিত হয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানান।

দায়িত্বপ্রাপ্ত সভাপতি শামীম খান বলেন, 'ছাত্রাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন দায়িত্ব যেভাবে নিষ্ঠার পালন করেছি, ঠিক তেমনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, পূর্বের ন্যায় কোন বাত্যয় হবে না। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল ফাযিল কামিল ও ডিগ্রী মাদ্রাসা গুলোতে মুক্তিযুদ্ধোর চেতনায় উজ্জীবিত করবো এটাই হবে আমার প্রথম কাজ।

উল্লেখ্য শামীম খান ছাত্রজীবনে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহবায়কের দায়িত্বপালন করেন। অপরদিকে জহিরুল ইসলাম খান কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সম্পাদকের দায়িত্বপালন করেন।

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।