ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে বহিরাগতদের তৎপরতায় কর্তৃপক্ষের উদ্বেগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
খুবিতে বহিরাগতদের তৎপরতায় কর্তৃপক্ষের উদ্বেগ

খুলনা: সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে বহিরাগত কিছু ব্যক্তি/সংগঠন ক্যাম্পাসের ভেতরে এসে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে উদ্বেগ প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বহিরাগতদের তৎপরতা খুলনা বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ, ঐতিহ্য ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এহেন সকল কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাচ্ছে।

অন্যথায় এমন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।