বরিশাল: মধ্যরাতে হামলার ঘটনায় চলমান পরিস্থিতি নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পঞ্চম তলায় কীর্তনখোলা অডিটোরিয়ামে বৈঠকে বসেন তারা।
এদিকে মধ্যরাতে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত শিক্ষার্থীরা একটি যাত্রীবাহী বাস পুড়িয়ে দিয়েছেন।
বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল পটুয়াখালী মহাসড়কে যাত্রীবিহীন বাসটিতে আগুন ধরিয়ে দেন তারা। এর আগে সকালে ওই বাসটি যাত্রী নিয়ে পটুয়াখালীর দিকে যাচ্ছিলো, তখন বাসটিতে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। এরপর বাসটি সড়কের ওপর ফেলে রেখে চলে যান এর চালক ও হেলপার।
সেখান থেকে তিনি সরাসরি বিশ্ববিদ্যালয়ে আসেন। এ সময় শিক্ষার্থীদের তিনি বলেন, ‘যেভাবে আমার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও এই ঘটনার বিচার প্রত্যাশা করছি। ’ এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার মেমি নিজ বাড়ি খুলনায় যাওয়ার জন্য রুপাতলীস্থ বিআরটিসি কাউন্টারে যান। সেখানে কাউন্টার স্টাফ রফিক তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটির জের ধরে সজল ও মেমিকে মারধর ও লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এবং রফিককে গ্রেফতারের দাবি জানায়। পুলিশ রফিককে এক ঘণ্টার মধ্যে রফিককে গ্রেফতার করে, এরপর রাতে শিক্ষার্থীদের ওপর এ হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এমএস/এমআরএ