ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন মানববন্ধন

শাবিপ্রবি (সিলেট): রাতের অন্ধকারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে 'বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হামলাকারী ও নেতৃত্বদানকারী মনির-কাওসারের বিচার চাই’, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত কর’, ‘শিক্ষার্থীদের ওপর হামলা পুলিশ কেন নিরব’ সহ বিভিন্ন ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদুজ্জামান জুয়েল, শাহরিয়ার আবেদিন, মেহরাব, গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ রাফি, পলিটিকাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মারুফ, জিওগ্রাফি অ্যান্ড ইনভারমেন্টাল সায়েন্সের শিক্ষার্থী রাজু শেখ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।