জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের হল খুলে দেওয়ার আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ায় তালা ভেঙ্গে হলে প্রবেশ করেছে ছাত্ররা।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় স্ব স্ব আবাসিক হলে প্রবেশ করে ছাত্ররা।
এছাড়া দীর্ঘদিন ক্যাম্পাসে রিকশা চলাচল বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় রিক্সা চলাচল শুরু হয়েছে।
এর আগে গত বছরের মার্চে বিশেষ সিন্ডিকেটে আবাসিক হল বন্ধসহ ক্যাম্পাসে গণজমায়েত ও বহিরাগত যানবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।
তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা বলছেন, ক্যাম্পাসে রিক্সা প্রবেশের অনুমতি দেয়নি প্রশাসন। কিন্তু শিক্ষার্থীরা জোর করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রিকশা নিয়ে প্রবেশ করছে।
এদিকে শিক্ষার্থীদের দাবি, গেরুয়া এলাকায় মেসে ফিরে যাওয়া এখন শিক্ষার্থীদের জন্য অনিরাপদ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা বাধ্য হয়ে তালা ভেঙ্গে হলে প্রবেশ করেছি।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
কেএআর