কেন্দ্রীয় শহীদ মিনার থেকে: পাঁচমিশালী চটকদার ভাষা ভাষার বিকাশে প্রতিবন্ধকতা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির অভাবনীয় উন্নয়নে বিশ্ব সংস্কৃতির ভান্ডারে প্রবেশ করছে তরুণ প্রজন্ম।
রোববার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ঢাবি উপাচার্য বলেন, পরিশীলিত, পরিমার্জিত ও পরিশুদ্ধ ভাষার প্রচলন জাতির জন্য গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে আমরা কাজ করছি। বিশ্বের বিভিন্ন ভাষার কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে। একইসঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা কোর্স চালুর জন্য আমরা কাজ করছি।
স্বাস্থ্যবিধি মেনে অমর একুশে পালন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাইকে বলেছিলাম, যেন মাস্ক পড়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। একইসঙ্গে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলেন। এটি যথাযথাভাবে পালন হচ্ছে বলে আমি দেখছি।
বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
ডিএন/ওএইচ/