বরিশাল: শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও চিহ্নিত দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।
মিছিলের আগে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি অমিত হাসান রক্তিম বলেন, হামলায় জড়িতদের নাম মামলায় অন্তর্ভুক্তি ও অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
আরেক শিক্ষার্থী আলিশা মুনতাজ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হামলাকারীদের নাম দেওয়ার পরেও কারো নাম মামলায় উল্লেখ করা হয়নি। বারবার এ নিয়ে আলাপ-আলোচনা হলেও বিষয়টি আমলে নেওয়া হচ্ছে না। বরঞ্চ নিরপরাধ দুই পরিবহন শ্রমিককে গ্রেফতার দেখিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এ অবস্থায় শিক্ষার্থীরা আন্দোলনে থাকতে বাধ্য হচ্ছে।
অপরদিকে শিক্ষার্থীরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়েছে। সোমবার সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা মশাল মিছিল করবে বলেও জানা গেছে।
গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ওপর হামলা করা হয়েছে দাবি করে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর জের ধরে শিক্ষার্থীদের মেসে হামলা চালায় দুর্বৃত্তরা। এর প্রতিবাদে পরদিন ১৭ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এমএস/আরবি