ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবির সব পরীক্ষা ২৪ মে পর্যন্ত স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
খুবির সব পরীক্ষা ২৪ মে পর্যন্ত স্থগিত

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব ধরনের পরীক্ষা আগামী ২৪ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে আগের ন্যায় অনলাইনে ক্লাসসমূহ যথারীতি চালু থাকবে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষামন্ত্রীর নির্দেশনা মোতাবেক সব বিশ্ববিদ্যালয়ের ন্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষাসহ সব শিক্ষাকার্যক্রম আগামী ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে চালু হবে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আগামী ১৭ মে থেকে খুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।