গোপালগঞ্জ: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয় দ্রুত খুলে দেওয়ার বিষয়ে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবো। সাত থেকে আটদিনের মধ্যে এ বৈঠক হবে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশ করোনার টিকা না পেলেও আমরা পেয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা করোনা টিকা নিয়েছি।
এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কল্পনা রানী ঘোষসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এসআই