ঢাকা বিশ্ববিদ্যালয়: বিভিন্ন বর্ষের পরীক্ষা গ্রহণ করার দাবিতে আগামী বুধবার (২৪ ফেব্রুয়ারি) ফের নিউমার্কেট মোড় অবরোধ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টায় কর্মসূচি স্থগিত করে ইডেন কলেজের শিক্ষার্থী সুমি এ কথা জানান।
তিনি জানান, আগামী বুধবার সকাল ৯টা থেকে ফের অবরোধ কর্মসূচি শুরু হবে। এর আগে রাত ৯টার দিকে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ এ মোড়ে অবস্থান নিলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় তারা পরীক্ষা গ্রহণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এবং স্লোগান দেয়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী বুধবার তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করবে।
ঢাকা কলেজের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের দু’টি পরীক্ষা বাকি আছে। পরীক্ষার জন্য ঢাকায় অবস্থান করছি। এখন বলে পরীক্ষা স্থগিত। আমরা এটা মানি না।
অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের সংশ্লিষ্টদের বৈঠকে সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই শিক্ষার্থীরা নিউমার্কেটে মানববন্ধন থেকে সড়ক অবরোধ করে।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১, আপডেট: ০০২৯
এসকেবি/আরবি