ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মার্চের ১০ তারিখের মধ্য সব পরীক্ষা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, হঠাৎ করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত দেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছিল। আমাদের পরীক্ষা দিতে দিন। অনেক শিক্ষার্থী পরীক্ষার জন্য মেসে উঠেছে। পরীক্ষা স্থগিত হওয়ায় তারা বিপাকে আছেন।
সমাবেশে বলা হয়, ২০২০ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়োর তিন থেকে চারটি পরীক্ষা বাকি ছিল। আর স্নাতকোত্তর পর্বের পরীক্ষা ২০১৯ সালে নেওয়ার কথা ছিল। করোনার কারণে তা বন্ধ হয়। পরে আবার এ বছরের শুরুতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরীক্ষা ঠিকভাবে চলছিল। এর মধ্যে পরীক্ষা বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীরা অনিশ্চয়তায় পড়েছে।
তারা আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট আছে। এর মধ্যে পরীক্ষা পেছানোর সিদ্ধান্তে শিক্ষার্থীরা হতাশ। আমরা চাকরির আবেদনের পরীক্ষায় পিছিয়ে পড়ছি।
সমাবেশে হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, তেজগাঁও কলেজ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এইচএমএস/এএটি