ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘গুণগত শিক্ষার মাধ্যমেই দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
‘গুণগত শিক্ষার মাধ্যমেই দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই’

ঢাকা: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে সময়োপযোগী কারিকুলাম প্রণয়নের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ কর্মশক্তি হিসেবে গড়ে তুলতে চাই। ’ 

‘যারা যোগ্যতায় শীর্ষে এবং মানবিকতার শিক্ষায় গৌরবের শিখরে অবস্থান করবে, সে লক্ষ্যেই আমরা কাজ করে চলছি,’ যোগ করেন তিনি।

 

মঙ্গলবার (২৭ এপ্রিল) ‘ডেভেলপমেন্ট অব আউটকাম বেজড কারিকুলাম ফর বিজনেস এডুকেশন অ্যাট টারশিয়ারি লেভেল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে তিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।  

ভার্চ্যুয়াল এ কর্মশালায় উপাচার্য ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে মানসম্মত উচ্চশিক্ষা দেওয়ার লক্ষ্যে আধুনিক ও যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন করা হচ্ছে। যাতে বিশ্ববিদ্যালয় ছাত্রদের অন্তর্নিহিত মেধার সৃজনশীল বিকাশের সব আয়োজন নিশ্চিত করা হবে। কেবল পুঁথিগত বিদ্যা নয় বরং দেশ-বিদেশের সর্বশেষ তথ্যসমৃদ্ধ শিক্ষা, গবেষণা এবং সৃজনশীল কর্মকাণ্ডে যাতে শিক্ষার্থীরা সম্পৃক্ত হতে পারে, আমরা সে দ্বার উন্মোচন করবো। ’

তিনি বলেন, ‘নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় নানা চ্যালেঞ্জ রয়েছে। এরপরও শুরু থেকেই শিক্ষার্থীদের সততা, নীতিশাস্ত্র, দেশপ্রেম, যোগাযোগ দক্ষতা, দলীয় সক্ষমতা, জটিল চিন্তা দক্ষতার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের দক্ষ ও সক্ষম হিসেবে গড়ে তোলাই হবে এ বিশ্ববিদ্যালয়ের পদ্ধতির মূল লক্ষ্য। ’

শিক্ষকমণ্ডলীর প্রতি আহ্বান জানিয়ে বশেফমুবিপ্রবি উপাচার্য বলেন, ‘শিক্ষকদের হতে হবে স্নেহশীল ও অভিভাবকতুল্য। শিক্ষার্থীদের সঙ্গে তাদের বন্ধুত্ব ও অভিভাবকসূলভ সম্পর্ক বজায় থাকা আবশ্যক। বিশ্ববিদ্যালয় শিক্ষার মহান উদ্দেশ্য বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখবে। ’ 

এক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও একাগ্রতা কামনা করেন তিনি।  

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. এনায়েত হোসেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্য ও রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী। গত ২৪ এপ্রিল শুরু হওয়া এ কর্মশালায় বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ