ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বুয়েটের অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু ২২ মে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, মে ১৮, ২০২১
বুয়েটের অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু ২২ মে

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকত্তোর শিক্ষার্থীদের (বুয়েট) অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২২ মে। মঙ্গলবার (১৮ মে) বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

রেজিস্ট্রার  অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৮/০৫/২০২১ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৬৫তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী অত্র বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির অনলাইন শিক্ষা কার্যক্রম আগামী ২২ মে তারিখ থেকে শুরু হবে। স্নাতক শ্রেণির ক্লাস টেস্ট, ল্যাব টেস্ট ও কুইজ প্রথম সপ্তাহে না নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, মে ১৮, ২০২১
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ