ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

২২ বছর ধরে নেই প্যানেল নির্বাচন, তদবিরেই মেলে উপাচার্য পদ

মঈন উদ্দিন, রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মে ১৯, ২০২১
২২ বছর ধরে নেই প্যানেল নির্বাচন, তদবিরেই মেলে উপাচার্য পদ রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি: ১৯৯৯ সালের ৪ আগস্ট সিনেটের প্যানেল নির্বাচনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এম সাইদুর রহমান খান। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে তাকে সরিয়ে ড. ফাইসুল ইসলাম ফারুকীকে নিয়োগ দেওয়া হয়।

এরপর আর সিনেটের মাধ্যমে উপাচার্য নিয়োগ হয়নি। সেই সময় থেকে শুরু হয় অনির্বাচিতদের উপাচার্য নিয়োগ, যা এখনো অব্যাহত রয়েছে।

প্রায় ২২ বছর ধরে নির্বাচন ছাড়াই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়ে আসছে। ৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী সিনেট নির্বাচিত প্যানেল থেকে উপাচার্য নিয়োগের কথা থাকলেও বাস্তবে তার কোনো প্রয়োগ নেই। ছাত্র প্রতিনিধি (রাকসু) নির্বাচন না হওয়ায় সিনেটও পূর্ণাঙ্গ নয়।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকরা বলছেন, সিনেটের প্যানেল নির্বাচনের মাধ্যমে সজ্জন ও প্রশাসনিকভাবে কঠোর শিক্ষকরাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। কিন্তু প্যানেল নির্বাচন না হওয়ায় উপাচার্য নিয়োগে এখন তদবির এবং তোষামোদই বড় যোগ্যতা হয়ে উঠেছে। ফলে যেসব শিক্ষক উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন তারা নিজেদের সর্বময় ক্ষমতার অধিকারী ভেবে পরিচালনা করেছেন বিশ্ববিদ্যালয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের শিক্ষক-শিক্ষার্থীরা কোনো আস্থা বা সম্মান রাখতে পারছেন না।

এদিকে গত ৬ মে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের মেয়াদ শেষ হয়। কিন্তু অনুষ্ঠিত হয়নি উপাচার্য নির্বাচন। সিনেটও পূর্ণাঙ্গ নয়। এ অবস্থায় আবারও নির্বাচন ছাড়াই রাষ্ট্রপতিই পুনরায় নতুন নিয়োগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের ১১ (১) ধারা অনুযায়ী, উপাচার্য নিয়োগে তিন সদস্যবিশিষ্ট প্যানেল নির্বাচনের দায়িত্ব সিনেটের। সিনেট নির্বাচিত ওই তিন জনের এক জনকে উপাচার্য হিসেবে নিয়োগের জন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির নিকট সুপারিশ করবেন। এরপর রাষ্ট্রপতি এক জনকে চার বছরের জন্য নিয়োগ দেবেন।  

কিন্তু ২০০১ সালের পর থেকে উপাচার্য নিয়োগের এই ধারা বন্ধ হয়ে যায়। এরপর অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী, অধ্যাপক আলতাফ হোসেন, অধ্যাপক আব্দুস সোবহান ও অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন উপাচার্যের দায়িত্ব পান। তারা সবাই রাষ্ট্রপতি মনোনীত উপাচার্য। সর্বশেষ অধ্যাপক আব্দুস সোবহান গত ৬ মে উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন শেষ করেন।

আবার ১১ (২) ধারায় বলা আছে, যদি অসুস্থতা, পদত্যাগ বা অন্য কোনো কারণে উপাচার্য পদ খালি হয়, তা পূরণে রাষ্ট্রপতি (যা ভালো মনে করবেন) ব্যবস্থা নেবেন।

অকার্যকর সিনেট
অধ্যাদেশ অনুযায়ী, ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, পাঁচ জন গবেষণা সংস্থার প্রতিনিধি, চ্যান্সেলর মনোনীত পাঁচ জন শিক্ষাবিদ, সরকার মনোনীত পাঁচ জন সরকারি কর্মকর্তা, স্পিকার মনোনীত পাঁচ জন সংসদ সদস্য, পাঁচ জন অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের প্রতিনিধি, পাঁচ জন নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ও পাঁচ জন নির্বাচিত ছাত্র প্রতিনিধিসহ ১০৫ জন সদস্য নিয়ে সিনেট গঠিত।

জানা যায়, সর্বশেষ ১৯৯৯ সালের ৪ আগস্ট সিনেটের সুপারিশে উপাচার্য নিয়োগ পান অধ্যাপক এম সাইদুর রহমান খান। ২০০১ সালের ১২ নভেম্বর উপাচার্য অধ্যাপক এম সাইদুর রহমান খানকে অব্যাহতির পর দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সিনেট সভা অনুষ্ঠিত হয়নি।  

এরপর দীর্ঘ ১৪ বছর পর সাবেক উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের মেয়াদে ২০১৫ সালের ১৮ মে সিনেট অধিবেশন বসে। একই প্রশাসনের আমলে ২০১৬ সালের ১৯ মে দ্বিতীয় দফায় সিনেট অধিবেশন বসে। এই অধিবেশনগুলোতে বার্ষিক বাজেট প্রস্তাব, সিন্ডিকেটে পাশ করা আইন অনুমোদনসহ বিভিন্ন বিষয়ের এজেন্ডা থাকলেও উপাচার্য নির্বাচনের কোনো এজেন্ডা ছিল না।

২০১৭ সালের ৭ মে উপাচার্য হিসেবে দায়িত্ব পান অধ্যাপক আবদুস সোবহান। তার আমলে সিনেটের কোনো অধিবেশন অনুষ্ঠিত হয়নি। যদিও বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ এর অধ্যাদেশের ২১ নম্বর ধারা অনুযায়ী, উপাচার্য বছরে অন্তত একবার সিনেটের সভা ডাকবেন, যা বার্ষিক সভা হিসেবে অভিহিত হবে।

জানতে চাইলে রাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল খালেক বাংলানিউজকে বলেন, সব বিশ্ববিদ্যালয়ে ১৯৭৩ সালের আইন নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন আছে। আমি সর্বশেষ সেই আইনেই নির্বাচন দিয়ে এসেছি ১৯৯৯ সালে। প্রতি ৪ বছর পর পর এটি নিয়োগ দেওয়ার কথা। তবে সেটি আর হয়নি। গত ২২ বছর থেকে সিনেট প্যানেল থেকে আসেনি। এটি হলে এতটা অবনতি হতো না, যেটি আমরা দেখতে পাচ্ছি।

পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও নির্বাচিত সিনেট সদস্য ড. সালেহ হাসান নকীব বলেন, সিনেটের যে বিষয়গুলো আলোচনা হওয়া দরকার সেসব নিয়ে প্রশাসনের কোনো অস্বস্তি আছে বলেই সভা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুনগুলো করা হয়েছে যেন বিশ্ববিদ্যালয়গুলো ঠিকমতো চলে। সেগুলোকে উপেক্ষা করা ও বিশেষ ক্ষমতার ব্যবহার কোনো সুস্থ সংস্কৃতি নয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বলেন, নানা রাজনৈতিক কারণে সিনেটকে অকার্যকর করে রাখা হয়েছে। উপাচার্যদের কার্যক্রমের অনেক সময় সমালোচনা হয়। তাই সিনেট করে কেউ সমালোচিত বা প্যানেল করে হারতে চায় না। বিশ্ববিদ্যালয়ের যেকোনো উপাচার্য যদি মনে করেন তাহলে যেকোনো সময় এটি কার্যকর করা সম্ভব।

প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, সিনেটের মাধ্যমে না হওয়াটা আমাদের জন্য ব্যর্থতা। এবারও সেই সুযোগ খুব সীমিত। সরকার যাকে ভালো মনে করবে তাকেই এ পদে নিয়োগ দেবে। এখানে নির্দিষ্ট কোনো পদ্ধতি মানা হয় না।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, মে ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ