ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ব্র্যান্ডিং ইউনিফর্মের আওতায় গাংনীর ২৮ হাজার শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মে ২৭, ২০২১
ব্র্যান্ডিং ইউনিফর্মের আওতায় গাংনীর ২৮ হাজার শিক্ষার্থী

মেহেরপুর: গাংনী উপজেলার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থী ব্র্যান্ডিং ইউনিফর্মের আওতায় এলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে কিডস অল অ্যালাউন্স-২০২১ এর বাস্তবায়নের মধ্য দিয়ে গাংনী উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, জুতা, ব্যাগ কেনার জন্য নগদ ১ হাজার টাকা প্রদান উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এ তথ্য জানান।

সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে। নতুন নতুন বিল্ডিং, শিক্ষকদের ডিজিটাল হাজিরা, মাল্টি প্রজেক্টর ও উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম তৈরি করছে।

তিনি আরও বলেন, শিক্ষকরা চাইলে শিক্ষা ও দেশ এগিয়ে যাবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে। আর শিক্ষকরা গাফলতি করলে ধ্বংস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা, দেশ ও জাতি। শিক্ষার্থীরা বাবা-মায়ের পরেই তাদের শিক্ষকদের অনুকরণ করে। তাই পোশাক-আশাক, চলন-বলনে শিক্ষকদের মার্জিত হতে হবে।  

গাংনী উপজেলা শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সেবা ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন মোল্লা, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

গাংনী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাজাহান রেজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বালিয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন, মুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, গাংনী পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তামজিদুর রহমান মুক্তি প্রমুখ।

গাংনী উপজেলার ২৮ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ কেনার জন্য নগদ টাকা বিকাশের মাধ্যমে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ২৭, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ