জবি: করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় আগামী ১০ আগস্ট পূর্ব নির্ধারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (১২ জুলাই) জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করার কারণে আমরা জরুরি সভা ডেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে পূর্ব নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবং পরীক্ষার পরবর্তী তারিখ পরীক্ষা শুরু হওয়ার চার সপ্তাহ আগে জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষার ফি সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, এটা নিয়ে কোনো চাপ নেই শিক্ষার্থীদের। পরবর্তী তারিখ ঘোষণার আগ পর্যন্ত শিক্ষার্থীরা ফি জমা দিতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
এসআরএস