ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের হুমকির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (নিরীক্ষা ও আইন) খালেদা আক্তারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারক বাংলানিউজকে জানান, তদন্ত সাপেক্ষে বিষয়টি বোঝা যাবে।
অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপুর সঙ্গে একটি ফোনালাপে অধ্যক্ষ কামরুন নাহারকে বলতে শোনা যায়, আমি যেমন শিক্ষক, তেমনি রাজনীতি করা মেয়ে। আমি বালিশের নিচে পিস্তল রাখি।
তার বক্তব্যে দেশে শিক্ষা সমাজে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। এ ঘটনার পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিতর্কিত গভর্নিং বডি বাতিল করে এডহক কমিটি গঠন করার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। ফোরামের সভাপতি বীর মুক্তি্যোদ্ধা জিয়াউল কবির দুলু এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।
** ভিকারুননিসার অধ্যক্ষের ফোনালাপ ফাঁস, দাবি ষড়যন্ত্র
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এমআইএইচ/এসআরএস