ঢাকা: বিশ্বায়ন ও অতিমারীর বৈশ্বিক প্রেক্ষাপটে শনিবার (৩১ জুলাই) ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) সেন্টার ফর প্যাডাগজি (CfP) ‘Pandemic, Professors, & Pedagogy: Midsummer’s Peculiar Party’ শিরোনামে একটি ওয়েবিনারের আয়োজন করে।
ওয়েবিনারে সেন্টার ফর প্যাডাগজি (CfP), আইইউবি’র প্রথম গবেষণালব্ধ পান্ডুলিপি ‘Pandemic Impacts, Reprogrammed Platforms & Intellectual Progress: Pendulating pedagogy?’ এর প্রাথমিক আত্মপ্রকাশ ঘটে।
ওই পান্ডুলিপিতে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের চলমান শিক্ষাব্যবস্থার উপরে আলোকপাত করা হয়েছে যেখানে অতিমারিকালীন অনলাইন শিক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ ও এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন করণীয় আলোচিত হয়েছে। পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজির চ্যালেঞ্জগুলোও উঠে এসেছে।
ওয়েবিনারে গ্লোবাল স্টাডিজ এন্ড গভার্নেন্স প্রোগ্রামের সহকারী অধ্যাপক ড. শাহনেওয়াজ হোসেইনের সঞ্চালনায় গবেষক ও লেখকরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। শুরুতেই পান্ডুলিপির সম্পাদক সেন্টার ফর প্যাডাগজির (CfP) পরিচালক ও গ্লোবাল স্টাডিজ ও গভার্নেন্স প্রোগ্রামের প্রধান অধ্যাপক ড. ইমতিয়াজ এ হুসাইন বর্তমান পরিপ্রেক্ষিতে গ্লোবালাইজেশন ও লোকালাইজেশন সম্মেলনে গ্লোকালাইজেশনের উন্মেষ ও আইইউবিতে এর প্রসার নিয়ে আলোকপাত করেন।
ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রো-উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে আইইউবি’র স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তার অভিজ্ঞতার আলোকে উপস্থাপিত প্রবন্ধগুলো চমৎকারভাবে পর্যালোচনা করেন।
প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন শিক্ষাবিদ, শিক্ষার্থী ও পেশাজীবীদের অংশগ্রহণে ওয়েবিনারটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
কেএআর