ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
শাবিপ্রবির বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০’ মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) উপাচার্যের সম্মেলনকক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় উপাচার্য ফরিদ উদ্দিন বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদনে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন দিক প্রতিফলিত হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হয়। এছাড়া প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাফল্যের পাশাপাশি বিরাজমান সমস্যা ও দুর্বলতাগুলো চিহ্নিত করা সম্ভব হয়।

তিনি আরো বলেন, বছরভিত্তিক এ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল রাখাতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, প্রতিবেদন সম্পাদনা ও প্রকাশনা কমিটির সভাপতি  অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস,  সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জহির বিন আলম, শাহপরান হল প্রভোস্ট ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড.  মিজানুর রহমান খান, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ তালুকদার, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আবু সায়েম, স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, লাইব্রেরি প্রশাসক অধ্যাপক ড.  আব্দুল বাতেন, শাবি শিক্ষক সমিতির  সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মহিবুল আলম।

এছাড়া বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০ এর সম্পাদনা ও প্রকাশনা কমিটির সদস্য সচিব রেজিস্টার ইশফাকুল হোসেনসহ কমিটির সদস্য হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আমিনা পারভীন, অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছার, হিসাব পরিচালক আ ন ম জয়নাল আবেদীন, প্রিন্সিপাল ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ড. খন্দকার মো. মুমিনুল হক, উপ রেজিস্টার আ ফ ম মিফতাউল হক।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।