ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির হল খোলার তথ্য সঠিক নয়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
ঢাবির হল খোলার তথ্য সঠিক নয়

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাবির হল খোলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য সঠিক নয়। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

 

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল বাছির মঙ্গলবার (২৪ আগস্ট) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রভোস্ট কমিটি সিদ্ধান্ত নেয়। যার সভা আজ (২৪ আগস্ট) অনুষ্ঠিত হবে। সেখানে সিদ্ধান্ত হলে তা সিন্ডিকেটে পাঠানো হবে, সেখানে চূড়ান্ত হবে।  

হল খোলার সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে নেওয়া হয় না বলেও জানান অধ্যাপক ড. আবদুল বাছির।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাবির হল ১২ সেপ্টেম্বর ও ১৯ সেপ্টেম্বর একাডেমিক কার্যক্রম শুরুর তথ্য প্রচার করছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এসকেবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।