ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শেবামেকে মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৯, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শেবামেকে মশাল মিছিল

বরিশাল: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) এ মশাল মিছিল বের করা হয়।

মিছিলটি মঈনুল হায়দার ছাত্রাবাসের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা প্রতিবাদ ও বিচার দাবিতে অ্যাকাডেমিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এরআগে রাত সাড়ে ৮টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হামলার তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব ওয়াহিদুর রহমান, মুখপাত্র সুমি হক, মহানগরে আহ্বায়ক হুসেইন আল সোহান, মুখপাত্র ইসরাত মায়া সহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।