ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়: এমফিল-পিএইচডিতে ভর্তির সময়বৃদ্ধি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, অক্টোবর ১, ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়: এমফিল-পিএইচডিতে ভর্তির সময়বৃদ্ধি জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে বা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এমফিলের জন্য ১৫শ টাকা এবং পিএইচডির জন্য দুই হাজার টাকা জমা দিতে হবে।  

এ ছাড়া আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহের শেষ তারিখ ৫ নভেম্বর।

উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ গবেষকদের কোর্সওয়ার্ক বা গবেষণা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে শুরু হবে আগামী ১ জানুয়ারি। ভর্তি বিজ্ঞপ্তি, অনলাইন আবেদন ফরম ও ভর্তি সংক্রান্ত সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।  

আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ