ঢাকা: যুক্তরাজ্যে পড়াশোনা করা প্রাক্তন শিক্ষার্থীদের জন্য আবারও শুরু হয়েছে ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৬-এর আবেদন প্রক্রিয়া।
এই পুরস্কারের মাধ্যমে যেসব অ্যালামনাই যুক্তরাজ্যে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে নিজ দেশ, শিল্পখাত ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাদের সম্মান জানানো হয়।
চারটি বিভাগে আবেদন করা যাবে-বিজ্ঞান ও টেকসই উন্নয়ন, সংস্কৃতি-সৃজনশীলতা ও ক্রীড়া, সামাজিক উদ্যোগ এবং ব্যবসা ও উদ্ভাবন।
জাতীয় পর্যায়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ডিসেম্বর ২০২৫-এ। বৈশ্বিক বিজয়ীদের নাম প্রকাশ করা হবে আগস্ট ২০২৬-এ। তারা যুক্তরাজ্যে একটি বিশেষ নেটওয়ার্কিং সফরের সুযোগ পাবেন।
আবেদনের শেষ সময়: ১৬ অক্টোবর ২০২৫।
ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, এটি অ্যালামনাইদের জন্য নিজেদের কাজ তুলে ধরার একটি চমৎকার সুযোগ।
গত বছর ১০০টির বেশি দেশ থেকে ১৩০০-এর বেশি আবেদন জমা পড়ে।