জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ শিক্ষাবর্ষের এক বছর মেয়াদি ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামের হালনাগাদ সিলেবাস প্রকাশ করা হয়েছে।
এতে তিনটি কোর্সের নাম পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এটি অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের অধ্যক্ষদের অবগতির জন্য পাঠানো হয়।
এতে উল্লেখ করা হয়েছে, ২০১৭ শিক্ষাবর্ষের সিলেবাসে থাকা অভিন্ন বিষয়বস্তু সংবলিত তিনটি কোর্সের (কোর্স কোড: ৮১২২০৩, ৮১২২০৭ ও ৮২২২৬১) কেবল শিরোনাম পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তন শুধু ২০২৫ শিক্ষাবর্ষের জন্য কার্যকর থাকবে।
আগে ওই কোর্সগুলোর শিরোনাম ছিল যথাক্রমে ৮১২২০৩: শিখন-শেখানো দক্ষতা ও কৌশল; ৮১২২০৭: শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; ৮২২২৬১: একীভূত শিক্ষা।
এএটি