ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

এসডিজি অর্জনে উদ্ভাবন ও গবেষণা পরিচালনার আহ্বান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এসডিজি অর্জনে উদ্ভাবন ও গবেষণা পরিচালনার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে উদ্ভাবন ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষাবিদ, গবেষক, অর্থনীতিবিদ, প্রযুক্তিবিদ, নীতি নির্ধারকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ব্যবসা ও অর্থনীতি বিষয়ক পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য এ আহ্বান জানান।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের উদ্যোগে দুই দিনব্যাপী এই ভার্চ্যুয়াল সম্মেলন শুরু হয়েছে। এই বছর সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘বিজনেস অ্যান্ড ইকোনমি ইন দ্যা নিউ নরমাল ল্যান্ডস্কেপ’।  

উপাচার্য বলেন, বৈশ্বিক কোভিড-১৯ মহামারির কারণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পৃথিবীর অনেক দেশ ও জাতি এখন হুমকির মুখে পরেছে। বিশ্বের বিভিন্ন দেশ এই মহামারির কারণে ব্যক্তি, সাংগঠনিক ও জাতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য ও সাহসী নেতৃত্বের কারণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ অনেক দেশের থেকে এগিয়ে রয়েছে।  

এই সম্মেলনের আয়োজকদেরকে এবং উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যসমৃদ্ধ ও জ্ঞানগর্ভ মূল প্রবন্ধ উপস্থাপন করায় অধ্যাপক বার্নাদিন ভ্যান গ্রামবার্গকে আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।  

এতে অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক বার্নাদিন ভ্যান গ্রামবার্গ ‘কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্য ও অর্থনীতির ভারসাম্য’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া সম্মেলনের কো-চেয়ার অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এসকেবি/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।