ঢাকা: আগামী বছরের এসএসসি পরীক্ষার সিলেবাস আর সংক্ষিপ্ত করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষার অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর ও আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষার আয়োজন করা হবে। সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্তকরণের জন্য কেউ আন্দোলন করলে সেটিকে আমলে নেওয়া হবে না।
সিলেবাস সংক্ষিপ্ত করার থেকে ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।
এর আগে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নেগেটিভ নিউজের পাশাপাশি পজিটিভ নিউজকে গুরুত্ব দিয়ে তা প্রকাশ করতে হবে বলে উল্লেখ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, সকালে পত্রিকা খুলে যদি নেতিবাচক সংবাদ দেখা হয়, তবে সারা দিন ওই সংবাদের একটা প্রভাব মানসিকভাবে কাজ করে। আবার যদি ইতিবাচক একটা সংবাদ দেখা যায়, তবে সারা দিনের মানসিকতা ইতিবাচক হয়ে থাকে। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই ভালো ভালো খবরগুলো আরও গুরুত্ব সহকারে উঠে আসা দরকার। এতে মানুষ উদ্বুদ্ধ হবে।
এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
এইচএমএস/জেএইচটি