ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব পালিত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব পালিত

রংপুর: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সোমবার বসন্তবরণ ও পীঠা উৎসব পলিত হয়েছে।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করে।

এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০টি সংগঠন অংশ নেয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আব্দুল জলিল মিয়া উৎসবের স্টলসমূহ পরিদর্শন করেন। এসময় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, রেজিস্ট্রার (অ.দা) মো. শাহজাহান আলী মণ্ডল উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপাচার্য বলেন, ‘আমরা বাঙালি। বঙালি সংস্কৃতি চর্চার মাধ্যমেই মৌলবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িক শক্তির পরাজয় ঘটানো সম্ভব। ’   

সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোজাম্মেল হক উৎসবের উদ্বোধন করেন। এসময় কলা অনুষদের সাবেক ডিন ও বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. সরিফা সালোয়া, ব্যবসায় অনুষদের সাবেক ডিন মতিউর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. আবু মো. ইকবাল রুমী শাহ, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক ড. নাজমুল হক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান আমির শরীফ, বাংলা বিভাগের শিক্ষক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক আপেল মাহমুদ, বাংলা বিভাগের শিক্ষক ড. রিষিণ পরিমল প্রমুখ বক্তব্য রাখেন।  

এর আগে বসন্তবরণ উপলক্ষে ক্যাম্পাসে একটি  র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও রংপুরের বিভিন্ন সংগঠন দিনটি উপলক্ষে কবিতা আবৃতি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।