ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত ঘ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) ঢাকা ও সাত বিভাগীয় শহরে বেলা ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ভর্তি অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘ ইউনিটে আবেদন করেছে ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন। আসন সংখ্যা ১৫৭০। এতে আসন প্রতি লড়বে ৭৩ জন ভর্তিচ্ছু।
পরীক্ষায় ঢাকার বাইরের কেন্দ্রগুলো হচ্ছে-রাজশাহী বিশ্ববিদ্যালয় (১২ হাজার জন), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (৯হাজার ৮৯৮ জন), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৭ হাজার ৭৯৮জন), খুলনা বিশ্ববিদ্যালয় (৮হাজার ১২৪ জন), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (২ হাজার ১৭৮ জন), বরিশাল বিশ্ববিদ্যালয় (৩ হাজার ১৩ জন), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (১১ হাজার ২০ জন)।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এসকেবি/এনএইচআর