ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মানসিক সমস্যা সমাধানে জবিতে কাউন্সিলিং কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
মানসিক সমস্যা সমাধানে জবিতে কাউন্সিলিং কমিটি জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের মানসিক সমস্যাসহ বিভিন্ন বিষয়ে কাউন্সিলিং করার জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।



কাউন্সিলিং কমিটিতে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদকে আহ্বায়ক ও অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকা ডেইজিকে সদস্য সচিব করা হয়। এছাড়া ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড আইনুল ইসলাম, ড. সানজিদা খান, উপ প্রধান চিকিৎসা কর্মকর্তা ড. মিতা শবনম।

উল্লেখ্য এই কমিটি কাউন্সিলিং করে অভিজ্ঞদের নিয়ে টিম তৈরি করে নিয়মিতভাবে কাউন্সিলিং করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।