ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে বি ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ৫৮৯ জন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
জবিতে বি ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ৫৮৯ জন ছবি: বাংলানিউজ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।  

জবি কেন্দ্রে সাত হাজার ৭৯৩ জন শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।

এর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ২০৪ জন এবং অনুপস্থিত ছিলেন ৫৮৯ জন শিক্ষার্থী। উপস্থিতির হার শতকরা ৯৩ দশমিক ৭৩ শতাংশ।

রোববার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ৬৭ হাজার ১১৭ জন।

জবিতে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন হল পরিদর্শন করা হয়। হলগুলো পরিদর্শন করেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এ সময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র-কল্যাণ), প্রক্টর ও সহকারী প্রক্টরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।