ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিষয় পছন্দক্রম শুরু হবে ৮ নভেম্বর। মঙ্গলবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত ফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, পাসকৃত সব শিক্ষার্থীকে আগামী ৮ নভেম্বর, বিকেল ৩টা হতে ১৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৩ নভেম্বর হতে ৯ নভেম্বর তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।
ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ৩ নভেম্বর হতে ৯ নভেম্বর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সক তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে খ-ইউনিটের নোটিশে পাওয়া যাবে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে দেখো গেছে পাস করেছেন ১৬ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী। আর ফেল করেছেন ৮৩ শতাংশ।
গত ২ অক্টোবর ঢাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা হয়।
এ বছর ঢাবির ‘খ’ ইউনিটে আবেদন করেছিলেন ৪৭ হাজার ৬৪০ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৪১ হাজার ৫২৪ জন। এরমধ্যে পাস করেছেন মাত্র ৭ হাজার ১২ জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর ১৬ দশমিক ৮৯ শতাংশ। বাকি ৮৩ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।
>>>আরও পড়ুন: ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৩ শতাংশ ফেল
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এসকেবি/এমএমজেড