ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আনন্দ মোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষে উত্তেজনা, হল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
আনন্দ মোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষে উত্তেজনা, হল বন্ধ

ময়মনসিংহ: ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সহিংসতা এড়াতে অনির্দিষ্টকালের জন্য সব হল বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।

শনিবার (৪ ডিসেম্বর) রাতে অধ্যক্ষ মো. আমান উল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে শনিবার রাতের মধ্যেই ছাত্রদের এবং ছাত্রীদের রোববার (৫ ডিসিম্বের) সকাল ৮টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজের একাধিক শিক্ষার্থী জানান, গত শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের কমিটি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ইউনিট হিসেবে পরিচালিত হবে। কলেজ শাখা ছাত্রলীগের একটি অংশ এই সিদ্ধান্তকে সমর্থন জানায়। কিন্তু আরেক পক্ষ এর প্রতিবাদ জানিয়ে ওই তিন রাত ১২টার দিকে কলেজের সামনে বিক্ষোভ করে।

এ সময় তারা কলেজ ছাত্রলীগকে ময়মনসিংহ জেলা নয়, মহানগরের অংশ হিসেবে পরিচালনার দাবি জানান। একই দাবিতে শনিবার সকালেও কলেজের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় জেলা ছাত্রলীগের পক্ষের নেতা-কর্মীরা মুখোমুখি হলে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর শনিবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের দাবিতে নগরীর টাউন হল এলাকায় সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন। ওই মানববন্ধন ঘিরে রাতে আবারও ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এ অবস্থায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শনিবার রাতেই কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সব হল বন্ধ ঘোষণা করে।

অধ্যক্ষ মো. আমান উল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রলীগের দু’ পক্ষের মধ্যে উত্তেজনার কারণে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে হল বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও খুলে দেওয়া হবে। ’

এদিকে আনন্দ মোহন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ