ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববি ভর্তি পরীক্ষা: তিন সেরা তিন বোর্ডের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
ববি ভর্তি পরীক্ষা: তিন সেরা তিন বোর্ডের

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বিষয় বণ্টন তালিকা প্রকাশিত হয়েছে।  

এ উপলক্ষে সোমবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, ভর্তি সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির আহ্বায়ক নেটওয়ার্কিং অ্যান্ড আইটি দপ্তরের পরিচালক রাহাত হোসাইন ফয়সাল, সদস্য-সচিব সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ, সদস্য সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. ইরফান, সদস্য সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. সামসুদ্দোহা, সদস্য সিএসই বিভাগের প্রভাষক মো. রাশিদ আল আসিফসহ গণমাধ্যম কর্মীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মোট আবেদন করেছিলেন ৩৫ হাজার ৭৯২ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘ক’ ইউনিটে ২০ হাজার ৫৬৮ জন, ‘খ’ ইউনিটে ৯ হাজার ৩২২ জন এবং ‘গ’ ইউনিটে ৫ হাজার ৯০২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। ‘ক’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেন ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থী ইত্তাসুম মাহমুদ আদিব। ‘খ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেন রাজশাহী শিক্ষা বোর্ডের শিক্ষার্থী মো. সজিব ইসলাম এবং ‘গ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেন বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষার্থী ফারহানা খানম।

প্রতি আসনের বিপরীতে আবেদনকারী শিক্ষার্থী ছিলেন ২৫ জন। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত প্রথম তালিকা থেকে ভর্তি চলবে আগামী ০৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে আগামী ২৩ জানুয়ারি।

ভর্তি সংশ্লিষ্ট যাবতীয় তথ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bu.ac.bd  এবং http://admission.bu.ac.bd তে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।