ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

এসএসসি: ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হার ৯৬.৭০ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এসএসসি: ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হার ৯৬.৭০ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় পাশের হার ৯৬.৭০ শতাংশ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিভিন্ন বিদ্যালয় থেকে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

এবার ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হার ৯৬.৭০ শতাংশ।  

পরীক্ষার ফলাফল অনুযায়ী জেলা থেকে এবার ২৩৬টি বিদ্যালয়ের ৩২ হাজার ৬২১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩১ হাজার ৫৪৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯০৪ জন।  

জেলা ফলাফলের দিক থেকে শীর্ষে রয়েছে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়।  

ঐতিহ্যবাহী এ স্কুল থেকে ৩১৭ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৪৬ জন শিক্ষার্থী।  

স্কুলের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন বাংলানিউজকে বলেন, প্রতি বছরই আমাদের স্কুল থেকে শতভাগ পাস করে। জিপিএ-৫ দিক দিয়েও সব স্কুল থেকে বেশি পেয়ে থাকে।  

এদিকে, ফলাফল ঘোষণার পর শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ অপেক্ষার সন্তানদের ভালো ফলাফলে তারা বেশ খুশি।  

অভিভাবকরা জানান, করোনা মহামারির কারণে দীর্ঘ দিন লেখা পড়া ব্যাহত হওয়ার পরও ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় ভালো ফলাফল করাটা অত্যন্ত ইতিবাচক। সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণেই শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রমের গতিশীলতা ধরে রাখতে পেরেছে।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।