শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করেছেন তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার (১৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে নিজ কার্যালয়ের সামনে থেকে উপাচার্য বের হলে আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে যান।
এর আগে শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজাসহ প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর প্রশাসনের উপস্থিতিতে ছাত্রলীগের নেতৃত্বাধীন ছয়টি গ্রুপের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
হামলায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত এবং হামলাকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে কয়েকজন ছাত্রী হয়রানির শিকার হন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
জেএইচটি