ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবির অনশনরত ৬ শিক্ষার্থী হাসপাতালে

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
শাবির অনশনরত ৬ শিক্ষার্থী হাসপাতালে

শাবিপ্রবি (সিলেট): উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আমরণ অনশনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি  হয়েছেন। এরমধ্যে অনশনরত অস্থায় ১ জন রাগিব রাবেয়া এবং ৫ জন এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টা পর্যন্ত এই ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

এদিকে মেডিক্যালে ভর্তি অনশনরত শিক্ষার্থী কাজল দাস বলেন, যতদিন বর্তমান ভিসি পদত্যাগ না করবেন, ততদিন আমৃত্যু অনশন করে যাব। অনশন ভাঙব না।

জানা যায়, বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে ২৪জন শিক্ষার্থী এ অনশন অংশ নেন। তারমধ্যে ১৫ জন ছাত্র এবং ৯ জন ছাত্রী রয়েছেন। পরে বৃহস্পতিবার দুপুরে ১ জন পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে বাড়িতে চলে যায় বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ