রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ৯ হাজার ৪৪৩টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়েছিল। আবেদন করেছিল ৮ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী।
রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (২১ জানুয়ার) বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ২০২১ সালের ৩০ ডিসেম্বর এসএসসির ফল প্রকাশ হয়। প্রকাশিত ফলাফলে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৯৪ দশমিক ৭১ শতাংশ। আর মোট জিপিএ-৫ পেয়েছিল ২৭ হাজার ৯০৯ জন।
গত ৬ জানুয়ারি পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষার আবেদন নেওয়া হয়েছিল। করোনা পরিস্থিতিতে ক্লাস না হওয়ায় ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়েছিল তিনটি নৈর্বাচনিক বিষয়ে।
রাজশাহী বোর্ডের ৯ হাজার ৪৪৩টি বিষয় ভিত্তিক খাতা পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়েছিল বলেও জানান উপ-পরীক্ষা নিয়ন্ত্রক।
এরমধ্যে ভূগোল ও পরিবেশে ১ হাজার ২৮১টি, উচ্চতর গণিতে ৩১৮টি, পদার্থে ৩ হাজার ৪৭৭টি, রসায়নে ২ হাজার ১৭০টি, জীব বিজ্ঞানে ৫৭৭টি, পৌরনীতি ও নাগরিকতায় ১০২টি, অর্থনীতিতে ৬৭টি, ব্যবসা উদ্যোগে ৬৯টি, হিসাব বিজ্ঞানে ৩৫৫টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৩৭৯টি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় ৬৪৮টি চ্যালেঞ্জ করেছিল শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এসএস/এমএমজেড