ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

শাবিপ্রবি (সিলেট): উপাচার্যের পদত্যাগে আন্দোলনের ভাষা পরিবর্তন করে অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। এতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন তারা।

শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসের গোলচত্বর থেকে পরিচ্ছন্নতা অভিযানে নামেন শিক্ষার্থীরা।

এ সময় পুরো ক্যাম্পাসের ময়লা পরিষ্কার করেন তারা। অভিযানে ২০ জনের অধিক শিক্ষার্থী অংশ নেন। এদিকে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন শিক্ষার্থীরা। তাছাড়া ক্যাম্পাসে ৫টি চাষাভুষার টং দেওয়া হবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।