ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

শিক্ষা

বৃহস্পতিবার পর্যন্ত বশেমুরবিপ্রবি’র ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
বৃহস্পতিবার পর্যন্ত বশেমুরবিপ্রবি’র ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জ: আগামী বৃহস্পতিবার পর্যন্ত গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন জানিয়েছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক একিউএম মাহবুবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাকাডেমিক কাউন্সিলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সকলের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।