ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘ডিসেম্বরের মধ্যেই ঢাকা-কক্সবাজার রুটে চলবে ট্রেন’

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
‘ডিসেম্বরের মধ্যেই ঢাকা-কক্সবাজার রুটে চলবে ট্রেন’ কথা বলছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): আগামী ডিসেম্বরের মধ্যেই ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ‘একটি ভারসাম্য পূর্ণ যোগাযোগ ব্যবস্থা ছাড়া দেশের টেকসই উন্নয়ন হতে পারে না।

এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল, আকাশ ও জলপথে বিনিয়োগ করার ব্যবস্থা করেছেন। তার চেষ্টায় যোগাযোগ ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। নতুন নতুন রেলপথ সৃষ্টি করা হচ্ছে। ভারতের সঙ্গে আমাদের সরাসরি রেল যোগাযোগ হচ্ছে। মিতালী এক্সপ্রেস চালু করা হয়েছে সরাসরি ঢাকা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য। সব রেল ব্যবস্থাকে আমরা ব্রডগেজে রূপান্তর করছি। এই ডিসেম্বরে মধ্যে চিটাগাং কক্সবাজার রেললাইন চালু করবো। খুলনা থেকে মোংলা এই ডিসেম্বরের মধ্যে রেলপথ উদ্বোধন করা হবে। ’

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘রেল ব্যবস্থা ধ্বংস করেছিল বিএনপি, শুধু তাই না পুরো যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। বিএনপি-জামায়াত রেলে নতুন বিনিয়োগ তো দূরে থাক উল্টো অনেক রেলপথ উঠিয়ে দিয়েছিল। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ছাড়া দেশের টেকসই উন্নয়ন হতে পারে না। ’

তিনি আরও বলেন,‘বঙ্গবন্ধু ছিলেন গরিব, দুঃখী, মেহনতী মানুষের বন্ধু। বঙ্গবন্ধু নিপীড়িত মানুষের জন্য সবসময়ই দাঁড়িয়ে ছিলেন। এদেশের অসহায় গরিব মানুষ থেকে বঙ্গবন্ধুকে আলাদা করে ভাবা যায় না। ’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক নুরুল আলম বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুকন্যা বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। ’

বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মনজুরুল হক বলেন, ‘বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন, এদেশের মানুষকে ভালোবাসতেন। এদেশের জন্য তিনি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। আমাদের উচিত বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। ’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।