ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

শিক্ষা

ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা শুরু ৪ এপ্রিল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা শুরু ৪ এপ্রিল 

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা সোমবার (৪ এপ্রিল) থেকে শুরু হবে।

রোববার (৩ এপ্রিল) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে আরও জানানো, সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হবে। তবে শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৫ মে পর্যন্ত এ পরীক্ষা চলবে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে। সারাদেশে মোট ১ হাজার ৮৭৯টি কলেজের ৭১১টি কেন্দ্রে প্রায় ২ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।