রাবি: রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ২৩ এপ্রিল থেকে সব একাডেমিক ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। যা চলমান থাকবে আগামী ১৪ মে পর্যন্ত।
অন্যদিকে আবাসিক হলগুলো আগামী ২৭ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া আগামী ৮ মে সকাল ১০টায় পুনরায় হল খুলবে।
রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বাংলানিউজকে বলেন, আগামী ২১ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত সশরীরে ক্লাসে পাঠদান চলবে। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছুটির তালিকা অনুসারে ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে। সেই হিসেবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত ক্লাস-পরীক্ষা চালু থাকবে এবং ২৭ এপ্রিল পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
আরএ