ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে শনিবার থেকে ৪র্থ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস শুরু

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ১, ২০১২

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী শনিবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘৪র্থ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস-২০১২। ’

শনিবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার দুপুরে সিনেট ভবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান।

সংবাদ সম্মেলনে বলা হয়, ৪র্থ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস-এ দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৮শ জন খেলোয়াড় ৫টি ইভেন্টে অংশ নেবেন।

ইভেন্ট পাঁচটি হচ্ছে- ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল ও অ্যাথলেটিকস।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ গেমসের সমাপনী দিনে (৯ মার্চ) উপাচার্য এম আবদুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু।

বিশেষ অতিথি থাকবেন রাজশাহী সদর আসনের সাংসদ অ্যাডভোকেট ফজলে হোসেন বাদশা।

সংবাদ সম্মেলন থেকে এ গেমসকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক মোখলেসুর রহমান, সিন্ডিকেট সদস্য শামসুদ্দিন ইলিয়াস, জনসংযোগ দপ্তরের প্রশাসক চিত্তরঞ্জন মিশ্র, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের সাবেক ডিন গোলাম কবির, প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, ছাত্র-উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার তাপু, শরীর চর্চা শিক্ষা বিভাগের পরিচালক মীর শরীফ হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।