ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

শিক্ষা

নালিতাবাড়ীতে ৬৮ প্রাথমিক বিদ্যালয়ে রাউটার-সিম বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, মে ২৪, ২০২২
নালিতাবাড়ীতে ৬৮ প্রাথমিক বিদ্যালয়ে রাউটার-সিম বিতরণ

শেরপুর: প্রতিটি বিদ্যালয়কে ইন্টারনেট সংযোগের আওতায় আনতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণফোনের রাউটার ও সিম বিতরণ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেওয়া এসব রাউটার ও সিম  মঙ্গলবার (২৪ মে) দুপুরে উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত আলোচনা সভা শেষে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, নূর আলম মৃধা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান, মো. সিদ্দিকুর রহমান, সরোয়ার জাহান ও গোলাম রাব্বানী।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন গোজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ আহাম্মদ।

এসময় ৬৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

এর আগে আরও দু’টি বিদ্যালয়ে রাউটার ও সিম বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত উপজেলার মোট ৭০টি বিদ্যালয়ে সরকারিভাবে ইন্টারনেট সংযোগ দেওয়া হলো।  

জানা গেছে, দ্রুত উপজেলার বাকি বিদ্যালয়গুলোতেও ইন্টারনেট সংযোগ দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ২৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।